News:

 ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় – ইতিহাস, গৌরব ও সাফল্যের ধারাবাহিকতা

 প্রতিষ্ঠার গল্প:
ভারত-পাকিস্তান বিভক্তির পর ইস্কাটন গার্ডেন এলাকায় বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষিত ও সংস্কৃতিমনা মানুষদের বসবাস শুরু হয়। এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা, বয়স্কদের স্বাক্ষরজ্ঞান ও কর্মমুখী শিক্ষার উদ্দেশ্যে মরহুমা তৈয়বা হক ১৯৭৪ সালে নিজ বাড়ির ড্রয়িংরুমে প্রতিষ্ঠা করেন “শিশু বিতান ও শিক্ষাঙ্গন”।
১৯৭৮ সালে সরকারের কাছ থেকে লিজকৃত জমিতে বিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

 অগ্রযাত্রার মাইলফলক

সাল       গুরুত্বপূর্ণ ঘটনা

১৯৮১    প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্বীকৃতি লাভ
১৯৮৪    বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়
১৯৮৫    নবম শ্রেণি খোলার অনুমতি পায়
১৯৮৬    প্রথম এসএসসি পরীক্ষায় শতভাগ পাস
১৯৯২    বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় “ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়”
২০১০     সালের পর    পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি লাভ
২০১৭    রমনা থানার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন শামীমা আফরোজ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন রাফিয়া খন্দকার রোজা

 শিক্ষাগত সাফল্য

১৯৮৬ – প্রথম এসএসসি পরীক্ষায় ১০০% পাস

২০১৩ – এসএসসি, জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% পাস

২০১৭ সালের বিশেষ অর্জন:

শ্রেষ্ঠ শিক্ষক: শামীমা আফরোজ (রমনা থানা থেকে নির্বাচিত)

শ্রেষ্ঠ শিক্ষার্থী: রাফিয়া খন্দকার রোজা (রমনা থানা থেকে নির্বাচিত)

 বর্তমান অবস্থা ও বৈশিষ্ট্য

✅ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ
✅ মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান
✅ স্মার্ট শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও ল্যাব সুবিধা
✅ সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ
✅ শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলা

 বিদ্যালয়ের সুনাম ও আকর্ষণীয় দিকসমূহ

মানসম্মত শিক্ষা ও যত্নশীল শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে শিক্ষাদান
সৃজনশীল শিক্ষাপদ্ধতির মাধ্যমে আধুনিক শিক্ষা
সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতায় রয়েছে সাফল্য।

✨ আমাদের অঙ্গীকার

“ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় – সাফল্যের ঐতিহ্য, গৌরবময় ভবিষ্যতের প্রত্যয়।”